কাউখালীতে পিএমটি কার্যক্রম সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

kawkhali news pic (3)

কাউখালী প্রতিনিধি:

কাউখালীতে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রক্সি মিন্স টেস্টিং (পিএমটি) ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে পিএমটি কার্যক্রম সম্পর্কে কাউখালী অফিসার্স কল্যাণ ক্লাবে সোমবার সকাল এগারটায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলা সদর ও কাপ্তাই উপজেলা ব্যতিত জেলার বাকী ৮টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সেকায়েপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর বাস্তবায়নে এলজিইডির সার্বিক সহযোগীতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা পরিষদের এসএম চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুই চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, বিভিন্ন দপ্তরের অফিসার সহ ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, প্রাইমারী ও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন