কাউখালীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের চেক প্রদান

কাউখালী প্রতিনিধি :

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চাইঞুরুই বাজার লক্ষীছড়ি রোড ভায়া বর্মাছড়ি রাস্তা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১কোটি ৫ লক্ষ টাকার চেক প্রদাণ করেছে জেলা প্রশাসন।

রবিবার সকাল সাড়ে এগারোটায় বেতবুনিয়ার মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মাঝে ১ম ধাপে ২৭ টি পরিবারকে ১কোটি ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

ক্ষতিগ্রস্তরা অর্থ সহায়তার চেক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের নিকট। তারা জানান, অনেকেই রাস্তার জন্য ভূমি অধিগ্রহণের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিলো। কিন্ত রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহায়তায় তাদের মনে সাহস জুগিয়েছে নতুন করে জীবন শুরু করার।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার সফল জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, জনমানুষের সুখ-দুঃখে জনগণের পাশেই থাকেন জেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের এডিসি রেভিনিউ মোঃ তানভীর আজম সিদ্দিকী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, ডিপিডি/এডিপির অরিবত চাকমা, সোসাল সেফজাড বিশেষজ্ঞ মৃনাল কান্তি চাকমা, বেতবুনিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান শাসুদ্দৌহা চৌধুরী প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন