কাচালং ডিগ্রি কলেজে পিবিসিপি’র নবীন বরণ ও কলেজ কমিটি গঠিত

PBCP-15.11.13

আলমগীর মানিক, রাঙামাটি:
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহবানের মধ্যদিয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। জেলার বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সবার সাথে আলাপ-আলোচনা করে কাচালং কলেজে সংগঠনটির শাখা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আয়োজিত এক সভায় মোহাম্মদ খোরশেদ আলমকে সভাপতি মোঃ রুবেলকে সাধারণ সম্পাদক ও মোঃ নুরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে কলেজ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উক্ত সভায় কমিটি গঠনের আগে মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের লেকচারার মোঃ কাজী বরকত আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহঃসভাপতি এসএম জাহাঙ্গীর আলম পলাশ, সহ-সভাপতি ছিলেন আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ সারোয়ার জাহান খান, খাগড়াছড়ি জেলার দায়িত্ব প্রাপ্ত সভাপতি মোঃ সাহাজল ইসলাম সজল, বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মোঃ আবু কাইয়ুম, বাঘাইছড়ির বর্তমান আহবায়ক মোঃ আবছার হোসেন। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ছায়াপথ এর পরিবেশনায় মনমুগ্ধকর সাং®কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানে ১২০ জন নবীন বাঙ্গালী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন