কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটে কচুরিপানা যানজট অপসারণে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন

fec-image

রাঙামাটি কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটে কচুরিপানা যানজট অপসারণে ৪০ দিনের কর্মসূচির ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আপস্ট্রিম জেটিঘাট কচুরিপানার যানজট অপসারণ কর্মসূচি উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ কাপ্তাই হ্রদের জেটিঘাট আপস্ট্রিম এলাকায় কচুরিপানা যানজটের ফলে সকল ধরনের ব্যবসা- বাণিজ্য বন্ধসহ দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে এ যানজট অপসারণের ব্যবস্থা নেয়া হয়। ২০২২-২৩ অর্থ বছরের ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান মাধ্যমে এ কচুরিপানা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ৪০ দিনের কর্মসূচিতে অতি দরিদ্রদের কর্মসংস্থানের মাধ্যমে কাজ করানো হচ্ছে। কচুরিপানা অপসারণের জন্য ১০৫ জন নারী পুরুষ একযোগে কাজ করছে।

৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, এ কাজের মাধ্যমে কিছুটা হলেও মানুষের কষ্ট লাগব হবে।

কচুরিপানা অপসারণ উদ্বোধনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমুল হাসানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, কচুরিপানা, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন