কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

fec-image

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিহার সংলগ্ন মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ ও কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি । এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অত্যন্ত আনন্দের সাথে সারাদেশে প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছে। এছাড়া ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও ভূমিকা রাখছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এসময় সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এছাড়া বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।

দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা।

দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমেধানন্দ মহাথের এবং বড়খোলা পাড়া শাসনরক্ষিতা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসুইপ্রু মারমা।

দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, চীবর দানোৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন