বিএসপিআই শিক্ষার্থী মৃত্যুর তদন্তে ঘটনাস্থলে রাঙামাটি পুলিশ সুপার

‘ শিক্ষার্থীদের উৎকণ্ঠা ও আতঙ্কের কোন কিছুই নেই ‘

fec-image

সুইডেন পলিটেকনিক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কোন অভিভাবক ও শিক্ষার্থী আতঙ্ক উৎকণ্ঠ হওয়ার কিছু নেই। আমরা কাউকে হয়রানি করবোনা। সঠিক তদন্তকরে প্রকৃত ঘটনা বাহির করব।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শনে এসে উপরোক্ত বক্তব্যে রাখেন ।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট জাহাঙ্গীর ছাত্রাবাসের ৫৬ কক্ষের দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে রাঙ্গামাটি পুলিশ সুপার।

পরিদর্শনকালীন সময়ে তিনি প্রতিষ্ঠানটির ছাত্রাবাসের দোতলায় উঠে ঘটনাস্থলে যান এবং সেখানে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে কথা বলেন। নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহাবুবুর রহমান এটাকে হত্যা মামলা দেখিয়ে কাপ্তাই থানায় সোমবার একটি মামলা দায়ের করে।

উক্ত মামলার তদন্তে রাঙ্গামাটি পুলিশ সুপার ছাত্রাবাসে এসে এক এককরে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন এবং বলে তোমাদের ভয়ের কোন কারন নেই। আমরা সত্য উদঘাটন করতে এসেছি। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে তদন্ত করে সত্য ঘটনা বাহির করব। পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্রাবাসের সর্বোচ্চ নিরাপত্তা জন্য সিসি ক্যামেরার কথাও উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি জসীম উদ্দীন, ওসি (তদন্ত) নূরে আলম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষররা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুলিশ, মৃত্যু, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন