ক্যাডেট কলেজ নির্মাণে জনবসতি উচ্ছেদ নয়: সচিব শফিউল আলম

ramu-news-pic-1-24-12-2016-1

নিজস্ব প্রতিবেদক:

কোন বসতিকে উচ্ছেদ না করেই রামুর শিক্ষাবঞ্চিত এলাকায় নির্মিত হবে শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজ। স্থানীয় বাসিন্দাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। শনিবার সকালে প্রস্তাবিত ক্যাডেট কলেজের স্থান পরিদর্শনকালে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম এসব কথা বলেন।

শনিবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুল পাহাড় এলাকায় প্রস্তাবিত শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের স্থান পরির্দশনে যান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিবের ভাই শহীদ মুক্তিযোদ্ধা এটিএম জাফর আলমের নামকরণে এ ক্যাডেট কলেজটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। খুনিয়াপালং এর স্কুল পাহাড়স্থ দক্ষিণ পাড়া, রাম্মুয়া পাড়া ও বলি পাড়ার বাসিন্দারা মন্ত্রী পরিষদ সচিবকে স্বাগতম জানিয়ে তাদের শত বছরের পুরোনো জনবসতি রক্ষার দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্থ করে মন্ত্রী পরিষদ সচিব বলেন, স্থানীয়দের আবাস ঠিক রেখেই শিক্ষাবঞ্চিত এ অঞ্চলে শহীদ এটিএম জাফর আলম এর নামে একটি ক্যাডেট কলেজ নির্মাণ করা হবে। এমন ঘোষনায় ওই এলাকার বাসিন্দারা আনন্দিত হয়ে শ্লোগান-করতালিতে মন্ত্রী পরিষদ সচিবকে স্বাগতম জানায়।

রামুতে প্রস্তাবিত ক্যাডেট কলেজ নির্মাণ উপলক্ষ্যে শনিবার সকালে খুনিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেন মন্ত্রী পরিষদ সচিব। মতবিনিময় শেষে প্রস্তাবিত ক্যাডেট কলেজ নির্মাণ স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, মন্ত্রী পরিষদ সচিবের খালাত ভাই আমেরিকা প্রবাসী ব্যারিষ্টার গোলাম মোহাম্মদ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, রামু থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদসহ কক্সবাজারের গণপূর্ত, সড়ক ও জনপদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার বনবিভাগ (দক্ষিণ) কর্মকর্তা, উখিয়া উপজেলার ইউএনও, ওসিসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন