খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

fec-image

খাগড়াছড়ি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীদের আর্থ ও ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে সদর উপজেলা সংলগ্ন স্থানসহ স্বনির্ভর বাজারের ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে ৩০ কেজি চাউল ও ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত যারা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক জহির আহম্মেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্ষতিগ্রস্ত, খাগড়াছড়ি, জেলা প্রশাসন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন