ঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৮২৬ টি ঘর

fec-image

ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮২৬ টি ঘর ছাড়াও লানিং শেল্টার, স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭ রোহিঙ্গা নানাভাবে আহতও হন।

এ সময় কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, মোখার আঘাতে রোহিঙ্গা ক্যাম্পের ১৭৮ টি ঘর সম্পূর্ণ এবং ২ হাজার ৫৪৮ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পের ৩২ লানিং শেল্টার, ১ টি স্বাস্থ্য সেবা কেন্দ্র, ২৯ টি মসজিদ ও মক্তব, ১৮৩ টি টয়লেট, ৩২ টি গোসল খানা, ২০ টি নলকূপ, ১৩৫ ফুট রাস্তা, ৫৮ টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার আঘাতের সময় ১২০ টি স্থানে ভূমিধস, ২২৬ টি গাছ উপড়ে পড়েছে। এছাড়া ৭ রোহিঙ্গা আহতসহ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ১ হাজার ৬১১ জন।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে ৫ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘর সহ অন্যান্য সহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্ষতিগ্রস্ত, ঘূর্ণিঝড়, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন