খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৬১৫৫ জন পরীক্ষার্থী

fec-image

আজ রবিবার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে ১১টি কেন্দ্রে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৫শ ৫৬ জন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২শ ৫১ জন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ৫শ ১৫ জন, পানছড়ি সরকারি কলেজে ৮শ ৮৫ জন, রামগড় সরকারি কলেজে ৪শ ৪২জন, মানিকছড়ি গিরিমৈত্রী কলেজে ৯শ ১৭ জন, মহালছড়ি কলেজে ৩শ ৯১ জন, দীঘিনালা ডিগ্রি কলেজে ৯শ ৫০ জন, মাটিরাঙ্গা কলেজ কেন্দ্রে ২শ ৯৮ জন, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) কেন্দ্রে ৯০ জন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

এছাড়াও এইচএসসি ভোকেশনাল খাগড়াছড়ি সরকারি কলেজে ৩শ ২১ জন, পানছড়ি কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে ১শ ২৪ জন এবং মহালছড়ি কলেজ কেন্দ্রে ৩শ ৭৮ জন এইচএসসি পরিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এইচএসসি পরীক্ষা, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন