খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা কর্মসূচীর উদ্বোধন করেন।

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনাতয়নে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান ও জেলা মৎস্য কর্মকর্তা আক্তারুল জামান। এ সময় এলাকার মৎস্যজীবি, সমিতি ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন । এদিকে জেলার মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এক র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলাচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী শেষে ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা’র সভাপতিত্বে সমাপনী, মূল্যায়ণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সাগর এর
সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য প্রতিনিধি হিসেবে মহালছড়ি উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনাটেক যাদুগানালা মৎস্য চাষ সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ শশী চাকমা, মৎস্য পোণা উৎপাদনকারী প্রিয় কুমার চাকমা, সফল মৎস্যচাষী মোঃ মেসের
আলী, রাজ চন্দ্র মারমা । আলোচনা সভায় ফরমালিন বিরোধী অভিযান, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে সফলতা, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট সম্পর্কে বিশদ আলোচনা করেন বক্তারা।

দিনের কর্মসূচী অনুযায়ী র‌্যালী শেষে চেঙ্গী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মহালছড়ি উপজেলার মৎস্য দপ্তরের পক্ষ থেকে শ্রেষ্ঠ মৎস্য পোনা উৎপাদকারী ও সফল মৎস্য চাষী ৩জন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন