খাগড়াছড়িতে ডিসি কাপ টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৬

fec-image

খাগড়াছড়িতে ডিসি গোল্ডকাপ টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে পিকআপ দুর্ঘটনায় রামগড় টিমের কমপক্ষে ৬ জন খেলোয়াড় আহত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আলুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত খেলোয়াররা হচ্ছেন- সাকিব(১৬), জাকির ( ৩০), ইমন (২৪),সবুজ (২৩), হৃদয় (১৪), সম্পদ (২৪)।

আহতদের খাগড়াছড়ি সদরের হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, রামগড় টিমের খেলোয়াড়রা রবিবার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মাহেন্দ্র পিকআপযোগে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আলুটিলা নামার সময় খেলোয়াড়বাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন খেলোয়াড় আহত হন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন আহত খেলোয়াড়দের দেখতে খাগড়াছড়ি ছুটে যান। তিনি বলেন, ‘বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন।’ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। সকলের অবস্থা এখন অনেক ভাল। তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক স্যার আহতদের খোঁজখবর রাখছেন।’ উপজেলা প্রশাসন আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে ৮ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ডিসি কাপ টুর্নামেন্ট, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন