খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

18554992_717308061805128_1562787450_n copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টা ব্যাপী চলে এ মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মদ’র সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক আশাপ্রিয় ত্রিপুরা। এসময় বক্তারা বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এ সরকার শিক্ষাবান্ধব। শিক্ষাবান্ধব হওয়ায় ইতিমধ্যে দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণ করেছে।

২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করনের যে ঘোষণা করেছিলেন তা দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকদের নিচের ধাপে প্রদানের যে দাবি তাও দ্রুততম সময়ে বাস্তবায়নের অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, সদর উপজেলা সভাপতি সুমনা চাকমা, মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক ধনমণি চাকমা, সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মাইমন চাকমা। মানববন্ধনে জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন