খাগড়াছড়িতে বিজিবি’র উদ্যোগে ৩ হাজার মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ

fec-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া ও বিজিবি মহাপরিচালকের নির্শেনায় খাগড়াছড়ি বিজিবি স্টেরের উদ্যোগে ৩ হাজার দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এ ইফতার ও রাতের খাবার বিতরণ করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় ৩২ খাগড়াছড়ি বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, ৫৪ বিজিবি’র বাঘাইহাট অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, ৩ বিজিবি’র পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ওয়াসিউদ্দীন আহমেদ, খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর মো. মনিরুজ্জামান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, জেসিও, পদবির সদস্য ও পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় আরো ২ হাজার ব্যক্তিকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে।

বিজিবি’র এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষজন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইফতার, খাগড়াছড়ি, খাবার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন