খাগড়াছড়িতে ৪ লাখ ৭২ হাজার শিশুর হাতে নতুন বই

fec-image

খাগড়াছড়িতে চলছে বই উৎসব। বুধবার (১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ জ্যোতি চাকমা প্রমুখ।

এদিকে খাগড়াছড়ির শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় পৌর মেয়র মোঃ রফিকুল আলম, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

চলতি বছর খাগড়াছড়ির ৭০৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ১৭ হাজার ৯শ ৪৫জন শিক্ষার্থীদের হাতে ৪ লাখ ৭২ হাজার ৭৪৯টি বই বিতরণ করা হবে। এবারও মাতৃভাষায় বই পাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৃতীয় শ্রেণির শিশুরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বই উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন