রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল মাতৃভাষার বই

fec-image

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে তাদের মাতৃভাষার বই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষীকেশ শীল, রাঙামাটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট ইমরান হোসেন মানিক এবং গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়, জেলায় এইবার সর্বমোট ৩ লাখ ৮৬ হাজার ৭৮৯টি পাঠ্য বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে।

বইয়ের পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার ২০৫টি, মারমা জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ৩২৯টি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৯৩৪টি বইসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৬৩ হাজার ৪৬৮টি তাদের স্ব স্ব মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বই উৎসব, মাতৃভাষা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন