খাগড়াছড়ির দিঘীনালায় ১৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

Dighinala Alg News2
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রায় ১৫শ’ নেতাকর্মী ঢাকঢোল পিটিয়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেছে। যোগদানকারীদের মধ্যে কিছু জাতীয় পার্টির নেতাকর্মীও রয়েছে। রবিবার বিকালে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি প্রাইমারী স্কুল মাঠে যোগদান অনুষ্ঠানের আয়োজন করে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

যোগদান অনুষ্ঠানে সদ্য বিএনপি ত্যাগ করা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড-এর নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা খাগড়াছড়ি আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করে।

যোগদানকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মেম্বার, বিএনপির কবাখালী ইউপি সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, আয়েশা বেগম, জাতীয় পার্টির নেতা মনির ফরাজী, আলমগীর হোসেন, মো. সিরাজুল, সুমন চন্দ্র নাথ, লিটু মনি চাকমা শান্তি মনি চাকমা কার্বারী প্রমূখ।  শুধু আবদুর রহমানের নেতৃত্বেই ১২০ মহিলাসহ ৫২১জন বিএনপি নেতাকর্মী যোগদান করেন। যোগদানকারী অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, উপজেলা বিএনপি’র ভূমি বিষয়ক সম্পাদক আবুল হোসেন লিডার, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি জালাল উদ্দিন মেম্বার, হবিব লিডার, সাংগঠনিক সম্পাদক মনির ফরাজি প্রমুখ।

এদের নেতৃত্বে বিভিন্ন এলাকার প্রায় ১৫শ’নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব মো. কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, লক্ষ্মীছড়ি আওয়ামীলীগের মহিলা সভানেত্রী সাগরিকা চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য এর আগেও কয়েক দফায় দিঘীনালা বিএনপি’র সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন