খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে রামুতে প্রতিবাদ সমাবেশ

রামু

প্রেস বিজ্ঞপ্তি :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে রামুতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রামু চৌমুহনীস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম আহমেদুল হক চৌধুরীর বড় ছেলে মেরাজ আহমেদ মাহিন চৌধুরী।

সভায় বক্তারা বলেছেন, মানুষের অধিকার হরণে বিশ্বের সবচেয়ে ঘৃণ্য দৃষ্টান্ত দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে বাকশালী ও স্বৈরাচারী আচরণ অব্যাহত রেখেছে। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানস্থ দলীয় কার্যালয়ে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এর মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা খালেদা জিয়াকে ভীষণ ভয় পায়।

বক্তারা আরো বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার কথা এদেশ যতদিন থাকবে ততদিন মানুষ মনে রাখবে। দেশকে আওয়ামী বাকশালীদের কাছ থেকে রক্ষা করতে বিএনপি সহ ২০দলীয় জোটের সকল স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

রামু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা কৃষকদল আহবায়ক টিপু সুলতান চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম, আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির আলম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক বজলুচ সাত্তার, সাবেক ছাত্রদল নেতা মো. জয়নাল আবেদিন, ছাত্রদল নেতা মিথুন বড়ুয়া বোথাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এইচ,এম মাসুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শাহজাহান লুতু, ছাত্রদল নেতা পলাশ মনি ওসমান ও নুরুল আমিন নাঈম, যুবদল নেতা আবদুল গনি ও কামাল উদ্দিন প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন