জাতীয় নির্বাচনে রামগড় আওয়ামীলীগে মৃদু হাওয়া বইলেও প্রাণহীন অন্য প্রার্থীদের নির্বাচনী মাঠ

images16

উপজেলা প্রতিনিধি, রামগড়:

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রাজনৈতির শহর রামগড়ে আওয়ামীলীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নৌক প্রতিকে নির্বাচনী মাঠে মৃদু হাওয়া বইলেও প্রাণহীন সোলেমান আলম শেঠের লাঙ্গল, প্রসীত বিকাশ খীসার হাতি ও মৃনাল কান্তি ত্রিপুরার বই প্রতীকের নির্বাচন।

সারা দেশের মত  ২৯৮ নং খাগড়াছড়ি আসনে প্রধান বিরোধী দল বিহীন নির্বচনে গত শনিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পরও অন্যন্য বারের তুলুনায় পিছিয়ে রয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। হাতেগোণা সচেতন ভোটাররা এবারের খাগড়াছড়ি আসনে প্রার্থী ও প্রতীক জানলেও পাহাড়ী এলাকার অধিকাংশ ভোটার এখনো যানে ন না  কে প্রার্থী, কী তার প্রতীক। ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া নেই নির্বাচনী উৎসব বা আমেজ।

এদিকে গত বুধবার থেকে খাগড়াছড়ির রামগড়ে নৌকা মার্কার সমর্থনে প্রচার প্রচারণা শুরু হলেও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা যায়নি। দেখা মেলেনি এখনো কোন নির্বাচনী অফিস। উপজেলা আওয়ামীলীগ অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, রামগড়ের নির্বাচনী  প্রচারপ্রচারণা উপজেলা অফিস থেকে পরিচালিত হচ্ছে। অন্য প্রার্থীদের কোন নির্বাচনী অফিস খুঁজে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন