জাবালিয়ায় ইসরায়েলের হামলা ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’: ইউনিসেফ

fec-image

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর: আল-জাজিরা

ইউনিসেফ বলেছে, ইসরায়েলি হামলা শুরু দিন থেকে কত শিশু আহত বা নিহত হয়েছে তা জানা খুব তাড়াতাড়ি জানা যাবে। তবে গত ২৫ দিনে শুধু গাজায় ৩ হাজার ৫০০ এর বেশি শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশু হত্যা ও বন্দি করা বন্ধ করতে হবে।

এদিকে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এর আগে মঙ্গলবার গাজায় অবস্থিত ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে বুধবার আরেকটি ভবন লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে বিস্ফোরিত ভবনগুলোর মধ্যে কয়েকটি বিশাল গর্ত তৈরি হয়।

এদিকে গাজা সরকারের মিডিয়া উইং জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৯৫ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে। এছাড়া আরও ১০০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এতে আরো বলা হয়, হামলায় প্রায় ৭৭৭ জন আহত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউনিসেফ, ইসরায়েল, জাবালিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন