টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে গরু আমদানি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
মিয়ানমারে ‘মেনিনগোএনকেপেলাইটিস’ নামক ভাইরাস থেকে একটি রোগ সংক্রমিত হওয়ার খবরে মিয়ানমার থেকে পশু আমদানী নিষেধাজ্ঞা থাকলে তা অমান্য করে টেকনাফে মিয়ানমার থেকে আনা হয়েছে ১৮০ টি গরু। এ গরু আমদানী নিয়ে জেলাব্যাপী চলছে নানা আলোচনা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৪ আগস্ট থেকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কঠোর সর্তকর্তা অবলম্বন করা হয়। এর কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী মিয়ানমারের মংডু রাজ্যে ‘মেনিনগো এনকেপেলাইটিস’ ভাইরাস থেকে বা ব্রেইন ফিভার রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে গত এক সাপ্তাহে মিয়ানমারের মংডু এলাকায় ২০ জন মারা গেছে ও ২০০ জন আক্রান্ত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন