টেকনাফে যুবদলের সমাবেশে ১৪৪ ধারা জারী

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

টেকনাফে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে একই স্থানে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিনা কাজী আজ বুধবার এক আদেশে (স্মারক নং-নিঅ/টেক/কক্স/১৩-৬৭৬) ২৪ অক্টোবর ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌরসভা এলাকায় সকল প্রকার মিছিল, সমাবেশ বা র‌্যালী এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এহেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারী করেছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ জানান, ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে আদেশের কপি পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, টেকনাফ উপজেলা যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিন ও সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকীর নেতৃত্বে একটি গ্রুপ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ন আহবায়ক মোঃ ছেবর আলমের নেতৃত্বে অপর গ্রুপ আগামী ২৪ অক্টোবর টেকনাফ দ্বীপ প্লাজা মার্কেট চত্বরে এ কর্মসূচীর ঘোষণা দেয়। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় গ্রুপ একই স্থানে কর্মসূচী ঘোষণা দিয়ে মাইকিংসহ প্রচারণা চালাতে থাকে। এ প্রেক্ষিতে যে কোন ধরনের সহিংস ঘটনা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ১৪৪ ধারা, বিএনপি, সমাবেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন