টেকনাফে রোহিঙ্গাদের হাতে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে

fec-image

টেকনাফে রোহিঙ্গাদের হাতে যুবলীগ নেতা ফারুক হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্থানীয় জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শত শত যানবাহন আটকা পড়েছে। আইনশৃংখলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে সুত্র জানিয়েছে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে এবং হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুককে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘ওইদিন রাতে নিহত যুবকের বাড়ির সামনে থেকে ফিল্ম স্টাইলে তুলে নিয়ে যান রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এক পর্যায়ে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ফারুকের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনেরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মরদেহ আনতেও বাধা দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন