টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত যুবকের ৬ দিন পর মৃত্যু

fec-image

কক্সবাজার টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত যুবক আবুল ফয়েজ ফুরিংগা (২৯) এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রয়েল হাসপাতালে সে মারা যান। সে স্থানীয় ফরিদ আলমের ছেলে।

সোমবার (৭ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয় উক্ত যুবক।

নিহতের মা জুলেখা বেগম জানান, ৭ নভেম্বর সোমবার বিকাল ৩টার সময় টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের খোলা মাঠে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে স্বামী ফরিদ আলম (৫২)কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এ খবর পেয়ে ছেলে আবুল ফয়েজ (২৯) ও আবুল হাসিম (২৭) তাদের পিতাকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে আহদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

আহত আবুল ফয়েজকে মারাত্মক আহত অবস্থায় টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা। পরবর্তীতে চট্টগ্রাম (বেসরকারি) রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১২ নভেম্বর শনিবার দুপুরে মারা যান আবুল ফয়েজ।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে একই গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আবুল ফয়েজ ফরিংগাকে একই গ্রামের হেলাল, নরু খোকন, আবসারহস কয়েকজন মিলে বেধড়ক মারধর করে আহত করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়েছি। এ বিষয়ে লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে চিহ্নিত এই সন্ত্রাসী (আবসার বাহিনী) বাহিনীর হামলায় আহত হয়েছে মো. মতিউর রহমান নামে এক আলীম পরীক্ষার্থী । সে সাবরাং কোয়াইনছড়ি পাড়ার মৌলভী আবদুল করিমের ছেলে। ৫ নভেম্বর রাত ৯ টার সময় এ নাজির পাড়া রাস্তায় মোটরসাইকেল আটকিয়ে এ হামলা করে সন্ত্রাসীরা। পরে সে আর পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানান আহতের পিতা মৌলভী আবদুল করিম।

এ ছাড়া গত ৩১ আগস্ট দুপুরে আবুল ফয়েজ ফরিংগার সাথে একি গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে আব্দুল আমিনের সাথে তর্কবিতর্কের জের ধরে ছেলে আব্দুল আমিনের ছোঁড়া গুলিতে আহত হয়েছিল পিতা মোহাম্মদ ইউনুস। তবে ওই ঘটনায মামলা হলেও প্রকৃত আসামিদের নাম এজাহারে না দিয়ে তৃতীয় পক্ষের লোকজনকে পূর্ব শত্রুতার জের ধরে আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, মৃত্যু, সন্ত্রাসী হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন