টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

fec-image

টেস্ট চ্যাম্পিয়নশিপের নবম স্থানে শেষ করেও নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া বা ভারতের মতো দলের ঝুলিতেও নেই যে বিশ্বরেকর্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামার সাথে সাথে বিশ্বক্রিকেটে নতুন রেগর্ড গড়ল সাকিব বাহিনি।

আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে ১২টি দেশের। বাংলাদেশ ছাড়াও টেস্ট ক্রিকেট খেলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। প্রথম দেশ হিসেবে বাকি ১১টি দেশের বিরুদ্ধেই টেস্ট খেলা হয়ে গেল বাংলাদেশ টেস্ট দলের। মঙ্গলবার টস হওয়ার পরই নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে টেস্ট খেলেছিল আফগানিস্তান ইংল্যান্ড এবং পাকিস্তান। অর্থাৎ, বাকি আটটি দেশ আইরিশদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেট খেলেনি। তারা এখনো পর্যন্ত ১০টি দেশের বিরুদ্ধে টেস্ট খেলেছে। অন্য দিকে আফগানিস্তান এখনও ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেনি। ফলে এই তিন দেশেরও সব দেশের বিরুদ্ধে টেস্ট খেলার নজির নেই। একমাত্র বাংলাদেশই বাকি ১১টি দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ধরে এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৩৭টি পাঁচ দিনের ম্যাচ। তার মধ্যে তারা জিতেছে ১৬টি টেস্ট। অমীমাংসিতভাবে শেষ করেছে ১৮টি টেস্ট। বাকি ১০২ টেস্ট হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার। ফলাফল আসতে দেরি আছে এখনো। তবে বাকি ১০টি দেশের কাছেই টেস্ট পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে সাকিবদের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন