ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করা ৩০০ বস্তা চাল-ভুষি শেষমেষ কুতুবদিয়া চ্যানেলে নিক্ষেপ

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় যাত্রীবাহি লঞ্চ ডুবির ঘটনায় ৩০০ বস্তা চাল-ভুষি সাগরে নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এগুলো ফেলে দেয়া হয় বলে থানা সূত্রে জানা গেছে।

জানা যায়, সোমবার কুতুবদিয়া-চট্টগ্রাম নৌ-রুটে চলাচলকারি যাত্রীবাহি লঞ্চ এমএল উপহার আকবরবলী ঘাটের পাশে ডুবে গেলে ধুরুং বাজারের ব্যবসায়িদের চালানি খাদ্য মালামাল‘র মধ্যে ৩০০ বস্তা চাল, ভুষি ও আটার বস্তা উদ্ধার করা হয়। তবে এ পন্যগুলো লোনা পানিতে ভিজে বিষাক্ত হয়ে পড়ায় ব্যবসায়িরা গ্রহণে অস্বীকৃতি জানায়।

থানার এসআই মো. শাহজাহান বলেন, ডুবে যাওয়া লঞ্চ সার্ভিস থেকে উদ্ধারকৃত লবনাক্তের দরুণ দূর্গন্ধ, পচা অন্তত: ৩০০ বস্তা চাল, ভুষি, আটা স্ব-স্ব ব্যবসায়িরা গ্রহণে আপত্তি জানান। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা সালেহীন তানভীর গাজী‘র পরামর্শে সংশ্লিষ্ট এলাকার কুতুবদিয়া চ্যানেলে ফেলে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন