ডেঙ্গু: দুই সপ্তাহেই আক্রান্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ৫৩

fec-image

চলতি মাসের প্রথম ১৫ দিনেই ১১ হাজার ৪৭৬ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মাত্র অর্ধমাসে এত আক্রান্ত ও মৃত্যু এর আগে কখনো দেখেনি বাংলাদেশ।

শনিবার (১৬ জুলাই) অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছেন, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৬৪ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪৫৫ জন।

এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৯ জন। যার মধ্যে ঢাকায় ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৩ জন। এ নিয়ে দেশে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে ৭৮ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডেঙ্গু, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন