থানচিতে এক পর্যটক নিখোঁজ

জমির উদ্দিন, বান্দরবান:
বান্দরবানে থানছির পর্যটন স্পট নাফাকুম এলাকায় এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি ঢাকা রামপুরায় এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম শিমুল (৩০)।
জানা গেছে, গতকাল শনিবার দুপুরে থানছির পর্যটন স্পট নাফাকুম এলাকায় পাহাড় থেকে পা ফসকে গভীর খাদে ঝর্ণায় পড়ে গিয়ে নিখোঁজ হন।  

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে নাফাকুম পর্যটন স্পটে দুই উপজাতী গাইড নিয়ে বেড়াতে যায় পর্যটক শিমুল। এসময় তিনি নাফাকুম ঝর্ণার উপরের পাহাড়ে থেকে পা ফসকে গভীর ঝর্ণায় পড়ে যায়। সাথে সাথে থাকা দুই গাইড তাকে উদ্ধারে নাফাকুমে ঝাপ দিলেও তাকে উদ্ধার করতে পারেনি।

এবিষয়ে থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ জানান, রাত ৮টা পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা যায়নি। তবে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ, বিজিবি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, উক্ত এলাকায় ২০১১সালে এই সময়ে একজন খ্রীষ্ট ধর্মীয় যাজক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যায়। ৯দিন তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন