থানচিতে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

fec-image

ঘরের আঙ্গিনায় সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বান্দরবানে থানচিতে শিক্ষার্থীদের হাতে তুলে দিল মৌসুমী ফলজ চারা রাংগোওয়ে আম।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি শিক্ষার্থীকে একটি করে চারা বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর।

এসময় সর্বমোট ৩০০ চারা বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ সিপিপি পিএইপি-২ এগ্রো ইকোলজি প্রকল্পের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি আঙ্গিনায় একটি করে রাংগোওয়ে আমের চারা রোপণ ও পারিবেশ ভারসাম্য সুরক্ষার জন্য এসব চারা বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, বান্দরবান জেলা এগ্রো ইকোলজি সিপিপি-পিএইপি-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা উসিনু মারমা, উপজেলা মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চারা, থানচি, পরিবেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন