থানচিতে সোলার ও সেলাই মেশিন বিতরণ

Bandarban  pic-3.7
স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলার বিদ্যুৎবিহীন উপজেলা নামে পরিচিত থানচিতে বিদ্যুৎ পৌঁছে দিতে ১০টি সৌর বিদ্যুৎ সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। টিআর প্রকল্পের আওতায় শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর সোলার প্যানেলগুলো বিতরণ করেন।

থানচি উপজেলার দুর্গম তিন্দু, রেমাক্রী, বলিপাড়া, থানচি সদরসহ চারটি ইউনিয়নের বিদ্যুৎ পৌঁছে দিতে স্থানীয় অধিবাসীদের মধ্যে এসব সোলার বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ী খামার উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ইউনিয়নের অধিবাসী নারীদের মাঝে ২০টি সেলাই মেশিনও বিতরণ করা হয়।

সোলার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন