দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নিয়োগ এবং ভবন নির্মানের দাবিতে মানববন্ধন

 

দুলাল হোসেন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূণ্যপদে অবিলম্বে ডাক্তার নিয়োগ এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মানের দাবিতে মানববন্ধন  করেছে স্থানীয় এলাকাবাসী।  বুধবার সকালে দিঘীনালা কলেজ প্রাঙ্গন হতে র‌্যালী সহকারে উপজেলা সদর পর্যন্ত মানববন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সুরেশ চাকমা, দীঘিনালা রিপোর্টাস ইউনিটি সভাপতি কমল বিকাশ চাকমা, উজ্জল চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফজলুল জাহিদ পাভেল এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার সবচেয়ে বেশি জনসংখ্যার উপজেলা দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছুদিন ধরেই চিকিৎসক সংকট বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাড়া ১০জন ডাক্তারের মধ্যে আর কেউই নেই। ২জন ডাক্তার কাগজে কলমে থাকলেও তারা দায়িত্ব পালন করছেন না। ফলে বেশিরভাগ মানুষ সরকারি চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন