দীঘিনালায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ: আহত ৩

10174909_598782143551658_8306257339131646784_n

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার  দীঘিনালায় ২০০৬ সালের নারী ও শিশু নির্যাতন  মামলার জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দীঘিনালা উপজেলার জামতলি এলাকায় রাত সাড়ে ৮’টার দিকে। সংঘর্ষ বাধার পর পর এলাকার স্থানীয় সব দোকান পাট বন্ধ হয়ে যায়। এসময় এলাকায় উত্তেজনাকর
পরিস্থিতিরর সৃষ্টি হয়। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীকে আটকে রেখে উল্লেখ্য মামলার নিস্পত্তি দাবী অথবা মামলা খরচের খরচ চাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের সাথে স্থানীয় বিএনপি কর্মীদের কথা কাটাকাটি ঘটনা ঘটে। কথা
কাটাকাটি এবং বাকবিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ’কজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে দীঘিনালা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, উপজেলা যুবলীগের সদস্য আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী রেহানা বেগম (২৮) ও জয়নাল (২৮)।

এই ঘটনায় থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো পার্বত্যনিউজকে বলেন, মামলার প্রস্ততি চলছে। এইদিকে উপজেলা বিএনপি পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলের চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলে সভাপতি মো, সোহরাব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন