অভিযুক্ত ধর্ষক প্রধান শিক্ষক সুনীতি চাকমার গ্রেফতারের দাবিতে লংগদুতে মানববন্ধন

IMG_20141118_130937 copy


পার্বত্যনিউজ রিপোর্ট:

রাংগামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লংগদু উপজেলা শাখার সাবেক সভাপতি সুনীতি চাকমা কর্তৃক এক বাঙ্গালি কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে আজ লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজ প্রাঙ্গনে মানব বন্ধন করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই মানব বন্ধনে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের রাংগামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, সম অধিকার ছাত্র আন্দোলনের সভাপতি আল-আমিন ইমরান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের লংগদু উপজেলা সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমানসহ অনেক ছাত্র নেতারা ।

IMG_20141118_131005 copy

সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে উপজাতি কর্তৃক বাঙ্গালী নারী ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেক করে মানববন্ধনে বক্তারা ধর্ষক সুনীতি চাকমাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন । অন্যথায় আরোও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন তারা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন