নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র পৃথক অভিযানে ৫৯টি গরু-মহিষ জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা ২ দিনের অভিযানে ৫৯টি গরু ও মহিষ জব্দ করেছে ১১-বিজিবি।

বুধবার (২২ নভেম্বর) ভোরে সীমান্তের ফুলতলী পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ১৭টি মহিষ ও ১৪ টি গরু জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে মিয়ানমার থেকে ভাল্লুক খাইয়া সীমান্ত হয়ে বাংলাদেশ ঢোকার সময় ২৮টি গরু জব্দ করে বিজিবি।

১১-বিজিবি’র অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমদ নোবেল এসি’র দিক নিদের্শনায় গরু ও মহিষ জব্দের সময় অভিযানে ছিলেন ১১-বিজিব’র ক্যাপ্টেন রাফিউস হাসান ও ফুলতলী ও ভাল্লুক খাইয়া বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার গিয়াসউদ্দিনসহ বিজিবি সদস্যরা।

বিজিবি’র জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি সাংবাদিকদের জানান, ১১-বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র ও অবৈধ কাঠসহ যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র তৎপরতা চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন