নানিয়ারচরে আনারস চাষিদের সারের চাহিদা মেটাতে ডিসির উদ্যোগ

fec-image

রাঙামাটির নানিয়ারচর সফরে এসে মৌসুমি ফল আনারস চাষিদের সারা বছরের সারের চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলারের মজুদ (গুদাম) পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসকের সফরকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিসিআইসি সার ডিলার স্বপন দেবনাথ আনারস মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় মাসিক বরাদ্দে বাড়তি চাহিদার কথা জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‌‘আমরা ইতোমধ্যে সারের বাড়তি চাহিদার বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করছি আগামীতে সারের বাড়তি বরাদ্দ পাওয়া যাবে। এতে করে আনারস চাষিদের সারের বাড়তি চাহিদা কমবে এছাড়াও  খরচ কমবে ।

এর আগে জেলা প্রশাসক উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর ও নানিয়ারচর সদরে বিসিআইসি মজুদ সারের ডিলারের গুদাম পরিদর্শন করেন এবং সার সংরক্ষণে সঠিক ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। এসময় তিনি সারের দাম ও চাহিদানুযায়ী কৃষকদের সার বিতরণের বিষয়ে ডিলারদের সাথে কথা বলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন