নারীর মৌলিক উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরণে বিএনপি বদ্ধপরিকর: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়াম্যান ওয়াদুদ ভূইয়া বলেছেন, নারীর মৌলিক অধিকার, নারীর উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরনে বিএনপি কাজ করে যাচ্ছে৷ পুরুষের পাশাপাশি নারীদেরকে যুগোপযোগী ও গতিশীল ভাবে গড়ে তুলতে হবে৷ তাদেরকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলের সক্রিয় অংশগ্রহন করার মাধ্যমে আত্মপ্রকাশ করতে হবে৷ যার জন্য তাদেরকে কারিগরি শিক্ষাসহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নারীর হাতকে কর্মীর হাতে রুপান্তরীত করতে হবে৷ তাহলেই কেবল স্থানীয় ও জাতীয় অর্থনীতি মজবুত হবে৷

আজ বুধবার চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সি এম ইউ জে) হলে অনুষ্টিত খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া আরো বলেন, পার্বত্য এলাকার নারীরা অনেক প্ররিশ্রমী ও উদ্যোগী৷ কিন্তু তারা শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন মূলক কর্মকান্ডে অনেক পিছিয়ে আছে৷ বর্তমান সরকারের আমলে তারা অনেক অবহেলিত৷ বিগত বিএনপি সরকারের আমলে পার্বত্য এলাকায় নারীদের উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কর্মস্থান তৈরি হলেও বর্তমান সরকারের সময় সেগুলো বন্ধ হয়ে আছে৷ যার কারনে পার্বত্য এলাকায় নারীরা আজ বিভিন্ন বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে৷ বর্তমান সরকার নারীর অধিকারের কথা বলে আসলেও তাদের নিজ দলীয় নেতা কর্মীদের হাতে নারীদেরকে লাঞ্চিত হতে হচ্ছে এবং যৌতুকের জন্য নির্যাতন, খুন, ধর্ষন, ও যৌন নিপীড়ন সহ বিভিন্ন শারিরিক ও মানুষিক ভাবে হয়রানী হতে হচ্ছে৷ তাই নারীর অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নারীর অধিকার রক্ষাসহ গনমানুষের সকল অধিকার রক্ষায় বিএনপি বদ্ধপরিকর বলে তিনি জানান৷

বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি হলাউচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার পরবর্তীতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলা, মহালছড়ি উপজেলা, পানছড়ি উপজেলা ও দিঘীনালা উপজেলা নেতৃবৃন্দদের সাথে আরেকটি সভা অনুষ্টিত হয়৷ সভা দুটোতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা বাবু ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি থোয়াইউ চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কংজপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক সুধাঅং মারমা সহ বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব চুসাইন্দা মারমা ও মারমা মহিলা ঐক্য পরিষদের নেতৃ স্মৃতি রেখা মারমা প্রমুখ৷ সভা দুটোতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এম.এন আবছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ সহ বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন