পানছড়ির দমদমে একই বাড়িতে দু’যমজ

LN PIC

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির দমদম গ্রামের মো. জাকির হোসেনের বাড়ির আঙিনার এক কোনে ঝুলে আছে সাধের যমজ লাউ। আর আঙিনার অন্য পাশে দু’পায়ে দাড়িয়ে আছে এক নারিকেল থেকে বের হওয়া যমজ দু’টি চারা।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহামুদের মাধ্যমে এ খবর পেয়ে সরেজমিনে গিয়ে তার সত্যতা মিলে শতভাগ। বাড়ির মালিক মিজানুর রহমানের ছেলে জাকির হোসেন জানায়, লাউয়ের একটি ফুল থেকে তিনটি লাউ বের হয়েছে তবে দু’টির সাইজ বড় হলেও একটা আকারে একটু ছোট।

অপরদিকে তার নিজ হাতে রোপনকৃত একটি নারিকেল থেকে বের হয়েছে দু’টি চারাগাছ। এ নিয়ে সে নিজেও হতবাক। তার নিজের ছেলে-মেয়ে যমজ আছে কিনা জানতে চাইলে মুচকি হেঁসে জানায়, আল্লাহ চাহেতো ছেলে-মেয়ে যমজ নাই। জাকির হোসেন জানায়, এ খবর এখনও কেউ টের পায়নি। টের পেলে দর্শনার্থীরা এক নজর দেখার জন্য ভীড় জমাবে।

এ ব্যাপারে পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন শেখ জানান, পরাগায়নের মাধ্যমে জাইগোট গঠনের পূর্বে মাইটোসিস কোষে বিভাজন প্রক্রিয়ায় গর্ভাশয় যদি একাধিক ভাগে বিভক্ত হয় তখন একাধিক ফল বা চারা যজম হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন