পার্বত্য চুক্তি পাহাড়ে শান্তি এনেছে: এমপি দীপংকর

fec-image

পার্বত্য চুক্তি পাহাড়ে শান্তি এনেছে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ বাস ভবনে পার্বত্য চুক্তি সম্পাদানের ২৬ বছর পূর্তিতে চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এমপি বলেন, পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৮টি ধারা বাস্তবায়ন হয়েছে। চুক্তির পর মাইলের পর মাইল সড়ক হয়েছে। যেখানে দুর্গম পাহাড়ে বিদ্যুতের লাইন পৌছানো যায়নি সেখানে সোলার বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে।

এমপি আরও বলেন, জেলা পরিষদের নির্বাচন হোক, আঞ্চলিক পরিষদের নির্বাচন হোক আমরাও চাই। এইজন্য চুক্তির দু’পক্ষকে এক থাকতে হবে।

আ.লীগের বর্ষিয়ান এ নেতা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি জটিলতা রয়েছে। এখানে অনেকে জায়গা বিক্রি করেছে। আবার জায়গা দাবি করছে।আমরা চাই ভূমি কমিশন স্বাধীব ভাবে কাজ করুক।

এমপি ক্ষোভের সাথে বলেন, এখানে মেডিকেল কলেজের বিরোধীতা করেছে একটি মহল। যা পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বেশি হবে। তাই নির্বাচনী অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে আরও বেশি অভিযান পরিচালনা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৯৯ আসনে যারা নমিনেশন নিয়েছেন তাদের ধন্যবাদ। এক সময় আওয়ামীলীগ করার মতো মানুষ ছিলো না। এখন এমপি হওয়ার যোগ্য মানুষ আছে।

আওয়ামীলীগ নেতা আরও বলেন, সেনাবাহিনী না থাকলে এখানে মানুষ স্বাভাবিক জীবন করতে পারতো না। অরাজকতা সৃষ্টি হতো।

এসময় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বর্তমান চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপংকর, পার্বত্য চুক্তি, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন