পেকুয়ার শিলখালীতে বসতঘর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : 

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবনিয়া পাড়া এলাকায় রাতের আধাঁরে বসতঘর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় সন্ত্রাসীরা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতংক ছড়িয়ে দেয়। জানা যায়, রবিবার দিবাগত রাত ২ টার দিকে পাহাড়চাঁদা আফালিয়াকাটা এলাকার শাহ আলম বাহিনীর নেতৃত্বে ১০/১২ জনের দুবৃর্ত্তের দল শিলখালী ইউনিয়নের আবুল হাসেম ছ্ট্টুুর বাড়িতে পেট্রোল দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী পেপেঁ বাগানের পাহারাদারের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই বন বিভাগের জায়গায় অবস্থানরত আবুল হাসেম ছুট্টুর স্ত্রী ছেনুয়ারা বেগম, নাজেম উদ্দিনের স্ত্রী তছলিমা বেগম, রফিকুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, ওই দুবৃর্ত্তরা প্রতিদিন তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসতেছে। ওই আফালিয়াকাটার দুবৃর্ত্তরা প্রতিনিয়ত ২০০৬ সালে সৃজিত সামাজিক বনায়নের গাছ কাটে।

তারা জানান, এ ব্যাপারে ওই দুবৃর্ত্তের বিরুদ্ধে কোন থানায় কিংবা কাউকে অভিযোগ দিলে পুনরায় নেমে আসে নির্যাতনের স্টীম রোলার। এমনকি ওই বসতবাড়িতে অবস্থানরত মহিলারা গাছ কাটার সময় বাধা দিলে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি বর্ষণ করে।

এদিকে এক পক্ষের লোকজন জানান, তারা আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তারাবনিয়াপাড়া এলাকার ঘরটি পুড়িয়ে দিয়ে পুনরায় নুরুল আলম গং নিজের ঘরকেও পুড়িয়ে দিল।

এ ব্যাপারে পাহাড়চাঁদা বনবিভাগের ভারপ্রাপ্ত বিট অফিসার হারুনুর রশিদ জানান, খবর শুনে আমি সাথে সাথে পরিদর্শন করেছি। তিনি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন