পেকুয়ায় আ’লীগের দুই গ্রুপের বিবাদ নিরসনে উপজেলা প্রশাসনের আইনশৃংঙ্খলা সভা

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় আ’লীগের দুই গ্র“পের বিবাদ নিরসনে উপজেলা প্রশাসনের আইনশৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন মাসিক আইনশৃংঙ্খলা সভার আহবান করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর শওকত হোসেন।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল তোফাইল আহমেদ, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া কমিউনিটি পুলিশের সভাপতি এ এম শাহাজাহান। উক্ত উপস্থিত ছিলেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, পেকুয়া বাজার সমিতির সেক্রেটারী মিনহাজ উদ্দিন। সভায় জাহাঙ্গীর গ্র“পের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সাবেক সি: সহসভাপতি বখতিয়ার উদ্দিন, উপজেলা মহিলাদলের সভানেত্রী উম্মে কুলছুম মিনু, শাহাবউদ্দিন চৌং হিরু মিয়া, সাবেক মেম্বার আব্দু জলিল, বারবাকিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর আলম। অন্য দিকে পেকুয়া উপজেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবুল কাসেম গ্র“পের পক্ষে কেউ ছিলনা।

সভার শুরুতে জেলা প্রশাসক রাজস্ব জাফর আলম দীর্ঘ ৩ মাস যাবৎ পেকুয়া বাজারের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের মাঝে গুলির আতঙ্ক নিয়ে আলোচনা করে। বাজার সমিতির সেক্রেটারী মিনহাজ বাজারের ব্যবসায়ীদের নিরভয়ে বেচাকেনার করার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে জেলা প্রশাসক রাজস্ব জাফর আলম বাজারে যাতে কোন ধরণের গুলাগুলি বা অস্ত্রের মহড়া দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করার নির্দেশ দেন পেকুয়া থানার ওসি কে। এক পর্যায়ে বাজারের জায়গা দখল বেদখল নিয়ে উপজেলা আ;লীগের দু গ্র“পের মধ্যে দ্বন্দ নিয়ে আলোচনা তুলে।

এসময় জেলা প্রশাসক রাজস্ব জাফর আলম বিবাদ সর্স্পকে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বিভিন্ন ওয়ারিশ থেকে জায়গা খরিদ করছে বলে দাবী করেন। এসময় অপর পক্ষ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম গ্র“পের পক্ষে জামাল নামের এক ব্যক্তি উপস্থিত হয়ে সময়ের আবেদন করেন। পরে বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে সভা সমাপ্ত করেন। এতে আইনশৃংঙ্খলা কমিটির অনেক সদস্যই বলেন রমজান উপলক্ষে ডাকা আইনশৃংঙ্খলা সভায় আ’লীগের বিবাদ নিরসনের চেষ্টা করা হয়েছে মাত্র।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন