পেকুয়ায় শিক্ষক শফিউল আলমের জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ার প্রবীণ শিক্ষক শফিউল আলম (৭০) এর জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটায় পেকুয়া সিকদারপাড়াস্থ শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন তার জানাযায় অংশ নেন,

এছাড়া পেকুয়া উপজেলা বিএনপির সেক্রেটারী ইকবাল হোছাইন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা সমিতির সেক্রেটারী সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী ইদ্রিস, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পদক ইউসুফ রুবেল, চকরিয়া আইনজীবি সমিতির সেক্রেটারী অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি এস এম নুরুল আবছারসহ ছাত্রসমাজ, শিক্ষক সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্নস্থরের শোকার্ত মানুষ।

জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাযা শেষে এ শিক্ষককে সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রবীণ এ শিক্ষক গত শুক্রবার বিকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে চকরিয়া জম জম হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাতটায় তিনি ইন্তেকাল করেন। পরে তাকে পেকুয়া মিয়াপাড়াস্থ নিজ বাসভবন নিয়ে আসা হয়।

তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। কর্মময় জীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন।এছাড়াও পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এক শোকবার্তায় তিনি জানিয়েছেন পেকুয়াবাসী একজন আদর্শবান শিক্ষককে হারিয়েছে। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন