পেকুয়া ছালেহা কবির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়া ইউনাইটেড এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পেকুয়া উপজেলার প্রখ্যাত জমিদার মরহুম ছালেহা কবির স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা/১৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে ছালেহা কবির স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক এ.এম.এম.শাহজাহান ও চেয়ারম্যান মোঃ ইউনুচ আলম এর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন।

জানা যায়, উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেণি’র মোট ৩৭৪ শিক্ষার্থীর অংশগ্রহণ করে। এর মধ্যে এবার নার্সারীতে বৃত্তি পেয়েছে :

গোল্ডেন এ+ : ১২৪, ১২৬, ১২৭, ১৩২, এ+ ১০১, ১০২, ১০৩, ১০৪, ১১৬, ১২১, ১৩৪, ১৪১, ১৫৫, ১৬৩।

এ গ্রেড: ১০৬, ১০৭, ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৫, ১১৮, ১২৮, ১৩৮, ১৫১, ১৫৩, ১৫৮, ১৬১, ১৬৬।

সাধারণ গ্রেড: ১০৫, ১০৯, ১১৪, ১৩১, ১৪০, ১৪৩, ১৪৬, ১৪৯, ১৫০, ১৫২, ১৫৬, ১৫৭, ১৬২।

১ম শ্রেণিতে:

গোল্ডেন এ+ ২৪১, ২৪৩, ২৪৫, ২৪৭, ২৪৯, ২৫১, ২৫২, ২৫৪, ২৫৫, ২৫৬, ২৬২।

এ+ : ২০২, ২২৬, ২৪১, ২৫০, ২৫৯,

এ গ্রেড: ২০৩, ২০৮, ২১২, ২১৩, ২১৪, ২২৭, ২৩৭, ২৩৯, ২৪০, ২৪৪, ২৫৩, ২৬০,

সাধারণ গ্রেড: ২০১, ২০৯, ২১০, ২১১, ২১৫, ২১৬, ২১৮, ২৩০, ২৩৫, ২৩৬, ২৫৭, ২৫৮, ২৬৭, ২৭৪।

দ্বিতীয় শ্রেণিতে:

গোল্ডেন এ+ ৩৪৯, ৩৭৪, এ+ ৩৫৯, ৩৬২, ৩৭২, ৩৭৩, ৩৭৫,

এ গ্রেড: ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৪৩, ৩৪৭, ৩৫৩, ৩৫৫, ৩৫৭, ৩৬১,

সাধারণ গ্রেড: ৩০৭, ৩১৩, ৩১৫, ৩১৯, ৩২১, ৩২৬, ৩৩৫, ৩৩৮, ৩৩৯, ৩৫১, ৩৫৪, ৩৬৪, ৩৬৬।

তৃতীয় শ্রেণীতে:

গোল্ডেন এ+ ৪২৯, এ+ ৪২৫, ৪২৭, ৪৩১,

এ গ্রেড: ৪১৪, ৪৩২,৪৩৫, ৪৪৯,

সাধারণ গ্রেড: ৪০৫, ৪১৩, ৪১৫, ৪১৮, ৪১৯, ৪২৬, ৪৩৩, ৪৩৭, ৪৪৩, ৪৪৭,

চতুর্থ শ্রেণীতে:

গোল্ডেন এ+ ৫২৪, ৫৩০, এ+ ৫৩৩, ৫৩৪,

এ গ্রেড: ৫২৭, ৫৩১, ৫৩৬,

সাধারণ গ্রেড: ৫১৪, ৫৩২, ৫৩৮, ৫১৬, ৫১৭, ৬১০, ৫০২।

পঞ্চম শ্রেণিতে:

গোল্ডেন এ+ ৬৩৬, ৬৪৩, ৬৪৬, ৬৪৮, এ+ ৬৩৫, ৬৪৪, ৬৪৫, ৬৫০, ৬৫১, ৬৫২

এ গ্রেড: ৬১৩, ৬৩০, ৬৩২, ৬৩৪, ৬৩৯, ৬৪০, ৬৪১, ৬৪২, ৬৪৭, ৬৪৯,

সাধারণ গ্রেড: ৬০১, ৬০৫, ৬০৬, ৬১২, ৬১৪, ৬১৯, ৬১৮, ৬২৬, ৬৫৩, ৬৫৪, ৬৫৯।

সব মিলিয়ে মোট বৃত্তি প্রাপ্ত ১৭৮জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন