প্রকা‌শ্যে ধূমপান করায় বান্দরবা‌নে জ‌রিমানা

fec-image

বান্দরবা‌নে ধুমপান বিরোধী ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেলে বান্দরবান শহরের ক‌য়েক‌টি সিগা‌রে‌টের দোকানসহ পথচারী ধূমপায়ীর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ঢাকা ট্যোবা‌কো ডিলার‌কে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর (৫) (ক) ধারায় লিফ‌লেট রাখার দা‌য়ে ১৫হাজার টাকা, আবদুস শুক্কুর স্টোরকে তামাক রাখার দা‌য়ে ১০ ধারায় ৩ হাজার টাকা ও প্রকা‌শ্যে ধূমপান করার দা‌য়ে পথচারী লিটন কুমার ঘোষ‌কে একই আই‌নের ৪ ধারায় ২শ টাকা জ‌রিমানা ক‌রে তা আদায় ক‌রে। এছাড়া ১০ হাজার ৪শ ৪০টাকার জর্দ্দা জব্দ ক‌রে তা ধ্বংস করা হয়।

এ সময় নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জাকির হোসেন সাংবাদিকদের ব‌লেন, প্রথমবার ধূমপান ও তামাকজাত দ্র‌ব্যের উপর অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ক‌য়েক‌টি দোকান ও প্রকা‌শ্যে ধূমপান করার দা‌য়ে এক পথচারী থে‌কে ১৮ হাজার ২শ টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে। এছাড়া ক‌য়েক‌টি দোকান‌কে সর্তক করা হ‌য়ে‌ছে। ভ‌বিষ্য‌তেও এ অ‌ভিযান অব্যহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, প্রকা‌শ্যে ধূমপান, বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন