প্রথমবার এমপি হওয়া, প্রথমবার পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম

fec-image

‘প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো’ বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার (১০ জানুয়ারি) নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন