ফিলিস্তিনের পক্ষে হার্ভার্ডের ৩৪ ছাত্র সংগঠনের বিবৃতি

fec-image

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩৪টি ছাত্র সংগঠনের একটি জোট চলমান হামাস ও ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা এবারের সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সোমবার (০৯ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে ছাত্র সংগঠনগুলো বলেছে, এবারে সংঘাতের জন্য এককভাবে ইসরায়েল সরকার দায়ী। ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও আখ্যা দিয়েছে তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে মুসলিম ও ফিলিস্তিনি সমর্থনকারী সংগঠনই বেশি। তবে এতে হার্ভার্ড জেউস ফর লিবারেশন এবং আফ্রিকান আমেরিকান রেজিস্ট্যান্স অর্গানাইজেশনও সই করেছে। তবে ফিলিস্তিনের পক্ষে ৩৪ ছাত্র সংগঠনের এই বিবৃতিকে ভালোভাবে নেয়নি হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যালামনাইরা। তারা এই বিবৃতির সমালোচনা করে এসব ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন, বিবৃতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন