বঙ্গবন্ধু সকল জাতির সম্পদ ছিলেন: শোক দিবসে বক্তারা

Shok Dibos pic nc

মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়িতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও নব গঠিত সোনাইছড়ি ইউনিয়ন কার্যালয় থেকে পৃথক শোক র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের শোক দিবসে বক্তারা বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির প্রাণ পুরুষ। তিনি আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছেন। বাঙালিকে আত্মপরিচয় নিয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন। নিজের জন্য নয়, দেশের মানুষের অধিকার আদায়ের জন্যেই তিনি রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু কোন দল, জাতি, গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের নয়। সমগ্র বাংলাদেশী বাঙালীর সম্পদ ছিলেন তিনি। বঙ্গবন্ধু, স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’, এ ঘোষণার পর স্বাধীনতার ঘোষণা নিয়ে বির্তক থাকার কথা নয়।

উপজেলা প্রশাসনের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, বিশেষ অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক, থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, এলজিইডির ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জামির হোসেন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, ডা: ইসমাইল হোসেন, মো: ইমরান, ছৈয়দ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম।
বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির আলোচনার পর উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল, যুব ঋণ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অপরদিকে নব গঠিত সোনাইছড়ি ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক রহমান। সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জহির আহামদ, সাধারণ সম্পাদক পাইশৈমং মার্মা, ইউপি সদস্য আবদুর রহমান, সাইফুল ইসলাম, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এএসএম আলমগীর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাইছড়ি জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক রাজেস্বর বড়ুয়া। উচহ্লা মার্মা পিন্টু ও নিফল বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ইউপি সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা শতাধিক জনসাধারণের মাঝে চাউল বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন