বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ২৮ জেলেসহ ট্রলার অপহরণ

ট্রলার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ২৮ জেলে সহ এফটি জয়নাল নামে একটি ফিশিং ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৪টায় মাছ আহরণ করে ফিরার পথে এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল জানিয়েছেন, ৩০ মাঝি-মাল্লাহ তার মালিকানাধীন ট্রলারটি সপ্তাহ আগে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মাছ ধরে ট্রলারটি ফিরে আসছিল। পথিমধ্যে মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূলে ডাকাতের কবলে পড়ে। জলদস্যুরা অস্ত্রের মুখে মাঝি-মাল্লাদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ট্রলারের মাঝি মোহাম্মদ বাদশা ও অপর এক জেলে সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে চলে আসতে সক্ষম হয়। পরে তারা আমাকে ফোনে বিষয়টি জানায়।

বিষয়টি মহেশখালী ও কুতুবদিয়া থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

মহেশখালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, তিনি ফোনে বিষয়টি শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পান নি। এরপরও অপহরণকারীদের ধরতে পুলিশ অভিযান চালাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন