বর্ধিত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে আবাসিক প্রকৌশলীকে মারধর

28051227

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে বিদ্যুৎ বিল বৃদ্ধি হওয়াকে কেন্দ্র করে অফিসে গিয়ে জসিম নামের এক ব্যক্তি মারধর করেছে বলে জানা গেছে । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চট্ট্রগ্রাম পাড়া নামক এলাকার মো: জসিম (৪৫)এর বিদ্যুৎ বিল এ মাসে ৫৭১ টাকা বৃদ্ধি হওয়ায় বিদ্যুৎ অফিসে গিয়ে আবাসিক প্রকৌশলী সাথে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে প্রকৌশলী আহসান উল্যাহ’কে মারধর করে।

আবাসিক প্রকৌশলী আহসান উল্যাহ’কে গুরুতর আহত অবস্থায় প্রথমে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয় । এ ব্যাপারে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবু শাহেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ আবাসিক প্রকৌশলীকে বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে জসিম নামের এক ব্যক্তি অফিসে গিয়ে মারধর করেছিল। প্রকৌশলীকে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রকৌশলী বর্তমানে অসুস্থ।

সুস্থ হলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন