বান্দরবানে অসহায় দুস্থদের পাশে মন্ত্রীর সহধর্মিনী 

fec-image

বান্দরবানে গরীব দুস্থ অসহায় শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পার্বত্যমন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু মারমা । তারই ধারাবাহিকতায় গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

৯ ডিসেম্বর (বুধবার) দুপুরে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসে  এই শীতবস্ত্র বিতরণ করেন। এই সময় আবাসিক ছাত্রবাসে ৫ বস্তা চাল ও পোয়ামুহুরী বাজারে ১০০ জন গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন।

আলীকদম উপজেলা আ’লীগের সভাপতি মংব্রাচিং মারমার সভাপতিত্বে এসময় ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাপ্রু মুরং সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পার্বত্য বান্দরবানের সকল গরীব দুঃখী মানুষের পাশে থাকেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর। তাই প্রতিবছরের মতো এবছরও দুর্গম উপজেলা গুলোতে সকল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী সহধর্মিনী মেহ্লাপ্রু মারমা । এজন্য সকল গরিব-দুঃখী মানুষজন পার্বত্যমন্ত্রী ও তার সহধর্মিনীর জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে দোয়া ও আশীর্বাদ করেন এবং তাদের এই ভালো কাজের জন্য সাধুবাদ জানান ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অসহায়, দুস্থদের, বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন