বান্দরবানে আগুনে ফ্যাক্টরীসহ ৬ বসতবাড়ি পুড়ে গেছে


নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আইস ফ্যাক্টরীসহ ৬টি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে বৈদ্যুতিক একটি মিটার থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আগুন একটি আইস ফ্যাক্টরীতে ছড়িয়ে পড়ে। এ সময় মোজাফফর সওদাগরের বাড়ি ও তার ৫ ভাড়াটিয়ার বাড়ি পুড়ে যায়। এতে তাদের বাড়ির সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। তাদের পরনের কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র পত্র বলতে কোন কিছুই নাই

। ঘটনার খবর পেয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, আবু তাহের (আইসক্রিম ফ্যাক্টরি মালিক),মোস্তাফিজুর রহমান, বুলবুল আক্তার, খাদিজা বেগম, রাজু আহম্মদ ও আল আমিন।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১০লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন